গত বুধবার, সাধারন মানুষদের বড়সড় ধাক্কা দিয়েছিল জিও। জিওর তরফ থেকে জানানো হয়েছিল, এবার জিও থেকে অন্য নেটওয়ার্কে কল করলে দিতে হবে অতিরিক্ত চার্জ। এবার থেকে অন্য নেটওয়ার্কে কল করার জন্য ৬ পয়সা প্রতি মিনিটের হিসেবে ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ লাগবে বলে জানিয়েছে জিও।
জিওর নতুন পদক্ষেপের পর পাল্টা ঘোষনা করল ভোডাফোন। ভোডাফোন টুইট করে জানায় অন্য নেটওয়ার্কে কল করার জন্য কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না গ্রাহকদের। এই জন্য ভোডাফোন আইডিয়ার আনলিমিটেড প্ল্যান শুরু হয়েছে ১১৯ টাকা দিয়ে। যার ভ্যালিডিটি ২৮ দিনের। এখানে আপনি পাবেন অতিরিক্ত ১ জিবি। যার ফলে উপকৃত হবে সাধারন মানুষ।