নিউজদেশ

Waiting List Confirmation: কত নম্বর পর্যন্ত ওয়েটিং লিস্টের টিকিট ‘কনফার্ম’ হয়? ফাঁস হয়ে গেল Indian Railway এর সিক্রেট ফর্মুলা

বিশেষ করে বছরের শেষের সময় যাত্রীদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে থাকে

Advertisement

ভারতীয় রেল বর্তমানে দেশবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক প্রযুক্তি আনছে। আর তার উদাহরণ হল গোটা ভারতে বন্দে ভারত ট্রেনের রুট চালু করা। সাধ্যের মধ্যে খরচ করে ভারতীয় রেলওয়ে ব্যবহার করতে পছন্দ করেন সকলেই। দূরে কোথাও যেতে হলে এক্সপ্রেস ট্রেনে আগে থাকতেই ট্রেনের টিকিট বুক করতে হয়। তবে অনেক সময় কনফার্ম টিকিট পাওয়া যায় না। বিশেষ করে বছরের শেষের সময় যাত্রীদের মধ্যে টিকিটের চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু প্রায়ই দেখা যায়, অনেকেরই টিকিট ওয়েটিং তালিকায় থেকে যায়। আপনি জানেন কি কত নম্বর ওয়েটিং লিস্ট হলে আপনার টিকিট কনফার্ম হবে? সম্প্রতি ফাঁস হয়ে গেছে ইন্ডিয়ান রেলের সিক্রেট। এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

টিকিট কনফার্ম করার চাহিদা

অনেক সময় অফিসকর্মী কিংবা ছুটির ভ্রমণকারীদের টিকিট ওয়েটিং লিস্টে পড়ে। এর ফলে পুরো পরিকল্পনাই ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে, যদি আগে থেকেই জানা যায় যে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা কতটা, তাহলে যাত্রীরা কিছুটা হলেও নিশ্চিন্ত হতে পারেন। রেলওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে একটি কার্যকরী ফর্মুলা প্রকাশ করেছে, যা যাত্রীদের বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। রেলওয়ে জানিয়েছে, টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনার গাণিতিক হিসেব খুব সহজেই বোঝা সম্ভব।

কীভাবে হয় টিকিট নিশ্চিত?

রেলওয়ের তথ্য অনুযায়ী, ওয়েটিং লিস্ট টিকিট নিশ্চিত হওয়ার প্রধানত দুটি উপায় রয়েছে:

1. সাধারণ পদ্ধতি
2. জরুরি কোটা

সাধারণ পদ্ধতিতে হিসেব:

গড়ে প্রায় ২১ শতাংশ মানুষ ট্রেনের রিজার্ভেশন করার পরও শেষ মুহূর্তে তাদের টিকিট বাতিল করেন। এর মানে একটি স্লিপার কোচের মোট ৭১টি আসনের মধ্যে গড়ে ১৪টি আসন কনফার্ম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও, প্রায় ৪-৫ শতাংশ যাত্রী টিকিট কেটেও ট্রেনে যাতায়াত করেন না। এই হিসেব যোগ করলে মোট ২৫ শতাংশ অর্থাৎ একটি কোচে প্রায় ১৮টি আসন পরে কনফার্ম হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

জরুরি কোটা:

রেলওয়ে মন্ত্রণালয়ের জরুরি কোটার আওতায় প্রতিটি কোচের ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকে। এই আসনগুলো সাধারণত বিশেষ পরিস্থিতির জন্য বরাদ্দ থাকে। কিন্তু যখন এগুলো পূর্ণ হয় না, তখন ওয়েটিং তালিকায় থাকা টিকিট কনফার্ম করতে এই আসনগুলো ব্যবহার করা হয়। যদি কোনও ট্রেনে ১০টি স্লিপার কোচ থাকে, তবে ১০টি কোচে গড়ে ১৮০টি টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। একই নিয়ম থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট ক্লাস এসি কোচের ক্ষেত্রেও প্রযোজ্য।

Related Articles

Back to top button