ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

দীপাবলীর আগে হতে চান লাখপতি? এই ব্যবসা করলে প্রতিদিন হবে ১০ হাজার টাকা রোজগার

সামান্য টাকা বিনিয়োগ করে আপনি কালীপুজোর আগে এই ব্যবসা করে আপনি লাখপতি হয়ে যেতে পারেন

Advertisement

দিপাবলীর মরশুমে আপনি যদি মোটা টাকার রোজগার করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা বড় খবর। আজকে আমরা কথা বলব এমন একটি ব্যবসার ব্যাপারে যা আপনাকে মোটা টাকা রোজগারের সন্ধান দিতে পারে দীপাবলীর আগে। এমন একটি ব্যবসা যা আপনাকে রীতিমতো মালামাল করে দিতে পারে দীপাবলীর সময়। দীপাবলীর সময় মোমবাতির ব্যবসা রীতিমতো আপনাকে লাখপতি করে তুলতে পারে কয়েকদিনের মধ্যেই।এই ব্যবসার মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের জন্য অত্যন্ত মোটা টাকার রোজগারের রাস্তা আপনি তৈরি করতে পারেন।

অত্যন্ত কম টাকা খরচ করে মোটা টাকা মুনাফা করতে পারেন আপনি মোমবাতি তৈরি করার ব্যবসা করে। আর এই মোমবাতি তৈরি করাও খুবই সহজ। এই মোমবাতি তৈরির জন্য প্রথমে আপনাকে ২৯০ থেকে ৩৮০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় মোম গরম করতে হবে। তারপরে নির্দিষ্ট আকারের ছাচে ঢেলে ড্রিল দিয়ে সরু অথবা মোটা করতে হবে মোমবাতি। এই ব্যবসা করতে গেলে বেশি জায়গার প্রয়োজন নেই। ১২×১২ আকারের একটি ঘর হলেই আপনি এই ব্যবসা সচ্ছন্দে করতে পারেন।

তবে মোম গলানোর ক্ষেত্রে একটু ভাল করে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে এই মোমবাতি প্রস্তুত হয়ে গেলে সেগুলিকে স্টোর করার জায়গা আপনাকে তৈরি করতে হবে। এই ব্যবসা শুরু করতে গেলে বিশেষ কোন টাকা পয়সা বিনিয়োগের প্রয়োজন হবে না। খুবই অল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা আপনি শুরু করতে পারেন। মাত্র ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। অন্য ব্যবসার তুলনায় মোমবাতির ব্যবসায় অল্প বিনিয়োগে লাভ অনেক বেশি। যদি একটি মোমবাতির প্যাকেট ১০০ টাকায় বিক্রি করা হয় তাহলে সেই একটি মোমবাতির প্যাকেট থেকে ব্যাপক মুনাফা আপনি তুলতে পারেন।

Related Articles

Back to top button