বাড়ি বসে অতিরিক্ত টাকা ইনকাম করতে চান? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিচ্ছে সুযোগ
ভারতের যুব সমাজকে অতিরিক্ত টাকার হাতছানি দিতে এগিয়ে এসেছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক
করোনা ভাইরাস পরবর্তী সময়ে সারা ভারতে শুরু করতে হয়েছিল লকডাউন। অনেক মানুষকে নিজের কাজ হারাতে হয়েছিল এবং সকলেই টাকা পয়সা নিয়ে বেশ সমস্যার মধ্যে পড়েছিলেন। অনেকের কাছেই পয়সা রোজগার করা বেশ শক্ত হয়ে দাঁড়িয়েছিল। তাই সকলের জন্যই ভারত সরকার নিয়ে আসতে চলেছে একটি নতুন স্কিম। আর এই নতুন প্রকল্প আসতে চলেছে খোঁজ ভারত সরকারের অত্যন্ত বিশ্বস্ত সংস্থা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি এই মুহূর্তে একটু বেশি টাকা রোজগার করতে চান তাহলে এই নতুন প্রকল্পের ব্যাপারে আপনাকে জানতেই হবে।
সরকারি এবং বেসরকারি সংস্থায় কর্মরত সমস্ত আমজনতার জন্য এই প্রকল্পটি হতে চলেছে অত্যন্ত লাভদায়ক। ভারতের সবথেকে বড় ব্যাংকিং সংস্থা সরকারি ব্যাংক ভারতীয় স্টেট ব্যাঙ্ক তাদের সকলের জন্য নিয়ে আসছে করোনা পরবর্তী সময়ে অতিরিক্ত পয়সা রোজগার করার একটা দারুন সুযোগ। অনেকেই এই নতুন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আগ্রহী হতে শুরু করেছেন। সব থেকে বড় বিষয়টা হল, এর জন্য আপনাকে কিন্তু আলাদা করে কোথাও যেতে হবে না। আপনি বাড়িতে বসেই একটা মোটা টাকা রোজগার করতে পারবেন।
তবে এর জন্য আপনার কাছে থাকতে হবে নিজের জমি। আপনার যদি রাস্তার ধারে কিছুটা খালি জমি থাকে, তাহলে আপনি খুব সহজেই SBI এর মাধ্যমে বাড়ি বসে টাকা রোজগার করতে পারবেন। আপনাকে সেই জমিতে তৈরি করতে হবে একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম বুথ। যদি আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাথে মিলে এই এটিএম চালু করতে পারেন আপনার জমিতে তাহলে আপনি মাসে বাড়িতে বসে ৬০,০০০ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। অর্থাৎ প্রতি বছরে আপনার রোজগার হবে মোটামুটি ৭.২ লক্ষ টাকা।
তবে এটিএম তৈরি করার জন্য কিছু জিনিস আপনাকে আগে থেকে জানতে হবে। প্রথমত হল, আপনার কাছে নূন্যতম ৫০-৮০ বর্গফুটের একটি জমি থাকতে হবে। দ্বিতীয়ত, অন্য একটি এটিএম থেকে এই এটিএম এর দূরত্ব কম সে কম ১০০ মিটার হতে হবে। এই এটিএম থাকতে হবে একেবারে গ্রাউন্ড ফ্লোরে এবং এমন জায়গায় থাকতে হবে যেন সেই জায়গাটি অন্য জায়গা থেকে দেখা যায়। চতুর্থ, ২৪ ঘন্টা বিদ্যুৎ থাকতে হবে সেই জায়গায়। এছাড়া থাকতে হবে একটি ১ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের কানেকশন। এছাড়াও, প্রতিদিন যেন ৩০০টি লেনদেন হয় সেই ব্যাপারটা কিন্তু নিশ্চিত করতে হবে।