ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : জীবনে হাসিখুশি থাকতে সকলেই চাই। কিন্তু নানা পরিস্থিতির চাপে মাঝেমাঝে তা হয়ে ওঠে না। নানা রকম চাপ, দুশ্চিন্তা আমাদের হাসিখুশি জীবনকে দুঃখে ভরিয়ে দেয়। মন ভালো থাকলে তবেই আমরা ভালো থাকতে পারি। তাই শিখতে হবে নিজের মনকে ভালো রাখার কৌশল।
জেনে নিন হাজারও মন খারাপের মধ্যে নিজেকে কিভাবে ভালো রাখবেন:-
১) ফোকাস থাকুন: নিজেকে নিয়ে সবসময় ফোকাস থাকুন। নিজের ইচ্ছেটাকে বেশি গুরুত্ব দিন। সব সময় নিজের পছন্দমত কাজ করার চেষ্টা করুন।
২) সোজাসুজি কথা বলতে শিখুন: মুখের সামনে সোজাসুজি কথা বলতে পারাটা খুবই দরকার। কখনো কোনো পরিস্থিতিতেই মিথ্যের আশ্রয় নেবেন না।
৩) ঠান্ডা মাথায় ভেবে কাজ করুন: কোনো কাজ করার পূর্বে ঠান্ডা মাথায় ভেবে নিন, কাজটি সঠিক কিনা। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না।
৪) অত্যধিক আশা রাখবেন না: জীবনে যেটুকু পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। জীবনে অত্যধিক আশা রাখবেন না। সময় নিয়ে কাজ করুন সফল হবেনই।
৫) আপনার খুশিও কিন্তু কারো উপর নির্ভরশীল: আপনি হাসি খুশি থাকলে আপনার প্রিয়জনেরাও হাসি খুশি থাকবে। তাই সব সময় নিজের কথা না ভেবে একটু অন্যের কথাও ভাবুন। অন্যের জন্য ভালো থাকুন।