করোনা ভাইরাস : ‘কেউ হালকা ভাবে নেবেন না’, সতর্কবার্তা দিল করোনা আক্রান্ত ব্যক্তি
গোটা বিশ্বে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। যার ফলে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে গোটা বিশ্ব জুড়ে। চীনের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেও এই মারণ ভাইরাস তার প্রভাব ও প্রতিপত্তি বিস্তার করেছে সারা বিশ্ব জুড়ে। ইতালি, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ব্রিটেন সহ মোট ১৪৫ টি দেশে ছড়িয়ে গিয়েছে করোনা ভাইরাস।
আরও পড়ুন : করোনা ভাইরাসে চতুর্থ আক্রান্ত কলকাতায়
এই মারণ ভাইরাসকে যারা বিশেষত গুরুত্ব দিচ্ছেন না আগামীতে যে আরও ভয়াবহ পরিস্থিতির মুখে তারা পড়তে পারেন তাদের প্রতি সাবধান বাণীতে সেই বিষয়ক একটি বার্তা প্রেরণ করেছেন এক করোনা আক্রান্ত ৩৯ বছরের মহিলা। তিনি একটি ভিডিও শেয়ারের মাধ্যমে তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বলেছেন এই রোগটি মারাত্মক। যারা ভাবছেন এই ভাইরাসটি নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন নেই তাদের অবশ্যই মত বদল করতে হবে। ভিডিওটিতে দেখা গিয়েছে তার নাকে রয়েছে টিউব এবং তার কথা বলার সময় শ্বাস নিতে বেগ পেতে হচ্ছে।
৩৯ বছর বয়সী টারা জেন ল্যাংস্টেন নামক মহিলাটি আরও জানিয়েছেন, বর্তমানে কিছুদিন যথেষ্ট দুরত্ব বজায় রাখতে হবে অপরের থেকে। দুই সন্তানের মা ওই মহিলাটির স্বামী জানিয়েছেন, টারা জেন ল্যাংস্টেন আগের থেকে অনেক সুস্থ আছেন।