সচরাচর এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যা মানুষ খুবই পছন্দ করে থাকে। পশু থেকে পাখি হোক বা অন্যান্য কিছু, সমানভাবে আলোচিত হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে, রাস্তার একটি কুকুরকে গিলে খাচ্ছে বিরাট আকৃতির অজগর।
ভারতীয় বন বিভাগের আধিকারিক প্রদীপ মিশ্র ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, রাস্তার মাঝে একটি অজগর সাপ এক কুকুরকে পেঁচিয়ে ধরে হাঁ করে তাকে গিলে খেতে চাইছে। এই রোমহর্ষক ভিডিওটি মধ্যপ্রদেশের কাটনি এলাকার। গত ৩০শে মার্চ সোমবার ভিডিওটি তোলা হয় এরপর শেয়ার করার পর মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি শেয়ার করে প্রদীপ মিশ্র লিখেছেন “অজগর একটি মহান শিকারী। তারা সচরাচর তাদের দাঁতগুলিকে সদ্ব্যাবহারে লাগায়। শিকারকে চারদিক থেকে ঘিরে তারপর তাকে পেঁচিয়ে নেয়। ধীরে ধীরে তারপর তাকে চেপে ধরে। ফলে শিকারের মৃত্যু হয়। কাটনির জঙ্গলে কুকুরটিকে গিলে খেয়েছে এই অজগরটি।”
Pythons are great ambush hunters. It uses its teeth, then quickly wraps coils of its body around the prey and squeezes, and strangulates it to death,
Indian rock python swallows a street dog in Katni Forest.(30.3.2020)@ArpitForest
PC- Timresh Kumre@RandeepHooda@drqayumiitk pic.twitter.com/jdGtMI53r1— Pradeep Mishra IFS (@pradeepifsmp) March 31, 2020
তিনি শেয়ার করার পর প্রায় আড়াই হাজারের বেশি বার ভিডিওটি দেখা হয়েছে। এটিতে লাইক করেছেন ১০০ জন এর বেশি মানুষ এছাড়া প্রায় ৫০ বার রিটুইট করা হয়েছে।