করোনা মোকাবিলায় ২১ দিনের লকডাউনে গৃহবন্দী গোটা দেশের মানুষ। ফলে বন্ধ রয়েছে তাদের আনাগোনা। এই পরিস্থিতিতে নির্ভয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন পশুপাখি। এমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হচ্ছে বম্বে হাই তে তিমির দল সাঁতার কাটছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয় সেই ছবি। তবে এই ছবির সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনে। কারণ, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভেনিসের খালে ডলফিনের আনাগোণার ছবি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
যদিও অনেকে এটিকে সত্যি বলে দাবী করেছে তবে, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পরভিন কাসওয়ান বলেন, “ভিডিওটিতে অবশ্যই তিমি দেখা যাচ্ছে। তবে এটি বম্বে হাইতে ধরা পড়েনি। এটি ২০১৯ এ তোলা ইন্দোনেশিয়ার একটি ভিডিও।” ফলে ভিডিওটির সত্যতা যাচাই নিয়ে প্রশ্ন করেছেন সমালোচকেরা।
Whales…at Bombay High, as shared.
Source: WhatsApp.@ONGC_ boys having a good day on the high seas.
@AbsoluteScuba1 @PADI @ParveenKaswan pic.twitter.com/98pf5OvU9K
— Anshuman Mainkar (@anshumig) April 4, 2020
বম্বে হাই হলো একটি তৈল শোধনাগার যা মুম্বই উপকূলের প্রায় ১৭৬ কিলোমিটার দূরে অবস্থিত।এই বিষয়ে ONGC-র তরফ থেকে জানানো হয়েছে, এভাবে বন্যপ্রাণের মুক্তভাবে চলাফেরা করা দেখতে সবারই ভালো লাগে। তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য মোবাইলে ছবি তোলা বা কোনোরকম বিরক্ত করতে বারণ করা হয়েছে।