অফবিটনিউজ

চাঁদে মিলেছে জলের খোঁজ, দাবি বিজ্ঞানীদের

Advertisement

চাঁদে প্রাণ আছে, এমন তথ্য অনেক আগেই প্রকাশ করেছিলেন বিশ্বের তাবড় তাবড় বিশেষজ্ঞরা। আর এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এল চাঁদ মামাকে ঘিরে। জানা গিয়েছে, চাঁদে পানীয় জলের খোঁজ মিলেছে। অর্থাৎ চাঁদে গিয়ে কেউ থাকতে চাইলে সে পানীয় জল পেতে পারবে।

যুগ যুগ ধরে চাঁদে জল আছে না নেই এই বিতর্ক চলে এসেছে। মহাকাশ বিজ্ঞানীরা সম্প্রতি নিরন্তর গবেষণা করে দুটি রিপোর্ট প্রকাশ করেছেন। আর তাতেই পুরোদস্তুর জলের প্রমাণ মিলেছে চন্দ্রপৃষ্ঠে।

জানা গিয়েছে, চাঁদে যে জলের খোঁজ মিলেছে, সেই জল দিয়ে মহাকাশচারীরা জ্বালানির ব্যবহার করতে পারবেন। এমনকি এই জলকে পানীয় জল হিসেবেও ব্যবহার করা যাবে, যা মহাকাশচারীদের অক্সিজেনের মাত্রা যোগাবে। এই জলের উৎসস্থল কোথায় সেটা জানা গেলে পরবর্তী সময়ে পৃথিবীতে জলের উৎপত্তি কীভাবে হয়েছে, তা যথাযথভাবে জানা যাবে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।

চাঁদের বুকে একটি বিশেষ স্পেস স্টেশন তৈরি করতে চায় নাসা। তার আগেই চাঁদের ভূপৃষ্ঠ থেকে বরফ করে পানীয় জল বের করে সফলতা পেতে চান নাসার গবেষকেরা। ভবিষ্যতে চাঁদকে নিয়ে এই গবেষণা কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button