দেশনিউজ

পড়ুয়াদের দেওয়া দুধে ভেজাল, ১ লিটার দুধে জল মিশিয়ে ভাগ করে দেওয়া হল ৮১ জন পড়ুয়াকে

Advertisement

উত্তরপ্রদেশ : মিড ডে মিলকে ঘিরে বিভিন্ন রাজ্য থেকে বারংবার উঠে এসেছে বেশ কিছু অভিযোগ। নিম্নমানের খাওয়ার সরবরাহের কারণে সাধারন মানুষ সরব হয়েছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কিছুদিন আগে উত্তরপ্রদেশে নুন এবং রুটি পড়ুয়াদের খেতে দেওয়ায় গোটা রাজ্য জুড়ে হুলুস্থুলু পড়ে যায়। নুন রুটি এর পর এবারে পড়ুয়াদের দেওয়া দুধে ভেজাল। ১ লিটার দুধে জল মিশিয়ে ৮১ জন পড়ুয়াকে দুধ দেওয়া নিয়ে স্কুল কর্তৃপক্ষ এবং রাঁধুনির বিরুদ্ধে উঠে এলো অভিযোগ।

দেশের পিছিয়ে পড়া জেলা গুলির মধ্যে অন্যতম হল উত্তরপ্রদেশের শোনভদ্র। এখানে পড়ুয়ারা পড়ার তাগিদে নয় শুধুমাত্র একবেলার অন্নে নিজের পেট ভরানোর তাগিদে ছুটে আসে।এক ফোঁটা দুধ যেনো তাদের কাছে জীবন রক্ষার রসদ। কিন্তু সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় যে রাঁধুনি একটি বড় অ্যালুমিনিয়াম ১ লিটার দুধের সাথে জল মিশিয়ে ৮১ জন বাচ্চার মধ্যে আধ গ্লাস করে ভাগ করে দিচ্ছেন। এবং পড়ুয়ারা সেই দুধ খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে।

গত বুধবার উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার চোপনের এক সরকারি স্কুলে এই ছবিটি তোলা হয়। ছবিটি কে তুলেছেন তা এখনও জানা যায় নি। তবে খবর সূত্রে জানা যায় যে ওই স্থানের এক পঞ্চায়েত সদস্য এই ছবিটি তুলেছেন। ভিডিও দেখা মাত্র প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে ওই স্কুলে বেশি করে দুধ সরবরাহ করা হবে যাতে পড়ুয়ারা বেশি পরিমাণে দুধ পায়।

এদিন সংশ্লিষ্ট ব্লকের শিক্ষা আধিকারিক মুকেশ কুমার এক সাংবাদিক সাক্ষাৎকারে জানান যে, ওই স্থানে মোষ এবং গরুর দুধ আনা যাচ্ছে না বলে প্যাকেট দুধের বন্দোবস্ত হয়েছে। বরিষ্ঠ শিক্ষা আধিকারিক গোরক্ষনাথ প্যাটেল জানান যে, “স্কুলে দুধের জোগান কম থাকায় শিক্ষিকরা দুধ আনতে গেলে তার আগেই এই ভিডিওটি করা হয়েছে।” স্কুলের শিক্ষক এদিন রাঁধুনিকে দোষ দিয়ে বলেন যে সম্ভবত রাঁধুনি জানতো না যে আরো দুধ আছে।

Related Articles

Back to top button