কলকাতানিউজরাজ্য

উপসর্গহীন করোনা আক্রান্তদের পরীক্ষা করার দরকার নেই, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Advertisement

এবার করোনা উপসর্গহীন রোগীদের আর করোনা পরীক্ষা করাতে হবে না, এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দেশে গত ১লা জুন আনলক-১ ঘোষণা হওয়ার পর লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তার ফলেই নাজেহাল হয়ে পড়েছে বেশ কিছু রাজ্য। তবে কয়েকদিন আগে কেন্দ্র সরকারের তরফে প্রকাশিত একটি সমীক্ষা বলছে, করোনা উপসর্গহীন রোগীরা নিজেরাই সুস্থ হয়ে যাচ্ছেন। এর কারন হিসেবে বলা হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে আর তার ফলেই সুস্থ হয়ে উঠছেন তাঁরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে দেওয়া এমন রিপোর্টের পর স্বস্তিতে অনেক রাজ্য। এবার বাংলাতেও যেসব রোগীর করোনা উপসর্গ মিলবে না তাঁদের করোনা পরীক্ষা না করানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এর ফলে যথেষ্ট উদ্বেগের মধ্যে রাজ্য সরকার। রাজ্য ছাড়াও গোটা দেশ জুড়েও সমানতালে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা উপসর্গহীন যাদের শরীরে কোভিড-১৯ প্রবেশ করছে এবং তাঁরা পরবর্তীতে নিজেরাই সেরে উঠেছেন তাঁদের শরীরে করোনার অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে বলে ধরে নেওয়া হবে। আর এই তথ্য পাওয়ার পরই বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করা শুরু করেছেন স্বাস্থ্য কর্মীরা। এই রক্তের নমুনা সংগ্রহ করার কারন হিসেবে বলা হয়েছে, অজান্তে কতজন মানুষ রাজ্যে আক্রান্ত হয়ে সেরে উঠেছেন তার হিসেব পাওয়া যাবে।

Related Articles

Back to top button