Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

WB PG Admission 2023: রাজ্যে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া কবে থেকে? জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর

Updated :  Friday, July 14, 2023 6:36 PM

২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তরে ভর্তির সমস্ত নির্ঘণ্টা প্রকাশ করে দিল উচ্চশিক্ষা দপ্তর। ইতিমধ্যেই তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে স্নাতকের চূড়ান্ত সেমিস্টারের ফল প্রকাশিত হতে চলেছে ৩১ আগস্ট ২০২৩ এর মধ্যে। এরপর থেকেই শুরু হবে রাজ্য সরকারের অধীনের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তরের ভর্তির প্রক্রিয়া। অনলাইনে ভর্তি হওয়া যাবে এবং ১লা সেপ্টেম্বর থেকে ভর্তির অনলাইন পোর্টাল খুলে যাবে।

বিশ্ববিদ্যালয়গুলি তাদের নিজস্ব পোর্টালে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে সেই বিজ্ঞপ্তিতে। ২০ সেপ্টেম্বরের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে। স্নাতকোত্তরের প্রথম সেমিস্টারের ক্লাস ৩ অক্টোবর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। যদি কোন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় আসন ফাঁকা থেকে যায় তাহলে তার জন্য পুনরায় ভর্তির প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তবে সে ক্ষেত্রেও স্নাতকোত্তরে ভর্তির সম্পূর্ণ প্রক্রিয়া নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। আবেদনপত্র এবং নথি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের কোন রকম টাকা দিতে হবে না। অর্থাৎ বলতে গেলে স্নাতকের মতই স্নাতকোত্তর স্তরেও আবেদন পত্র জমা দেওয়ার জন্য কোন ফি ধার্য করা হয়নি।

অন্যদিকে প্রতিটি কলেজে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলতি বছর থেকেই শুরু হয়েছে চার বছরের স্নাতকের পাঠক্রম। প্রত্যেকটি কলেজের নিজস্ব পোর্টালে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এবং শর্তাবলী জানতে উচ্চশিক্ষা দপ্তর দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারেন।