কোনো সিরিজ শুরুর আগে বিপক্ষ দলকে মানসিকভাবে চাপে রাখার জন্য নানান ধরনের হুমকি বা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটের একটি রীতি বলা যায়। সেরকম ভাবেই ভারতে একদিনের সিরিজ খেলতে আসার আগে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলকে কড়া প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়ে একপ্রকার হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে রাখলেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক।
১৪ জানুয়ারি মুম্বইয়ের ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তারপর ১৭ জানুয়ারি দ্বিতীয় একদিনের ম্যাচ খেলা হবে রাজকোটে এবং ১৯ জানুয়ারি বেঙ্গালুরুতে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া। ফিঞ্চের মনে করেন অস্ট্রেলিয়া দলে সেই শক্তি ও রসদ রয়েছে যেটা ভারতীয় উপমহাদেশে ভারতকে বিপদে ফেলতে পারে। তা ছাড়াও আগেরবার ভারতে সফরে এসে ৩-২ ব্যবধানে একদিনের সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া দল। সেই জয় বাড়তি মনোবল জোগাচ্ছে তাদের।
আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটারের বিশ্বকাপ দলে নেই ধোনি ও ধাওয়ান
ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “ভারতীয় উপমহাদেশের আবহাওয়ায় খেলার জন্য আমাদের হোমওয়ার্ক ভালভাবে করা হয়েছে তাই যথেষ্ট আত্মবিশ্বাস পাচ্ছি আমরা। উপমহাদেশের ম্যাচে ভারত সবসময়ই দাপটের সঙ্গে খেলে তখন বিপক্ষ দলের কোনো প্রস্তুতিই কাজ করে না। উপমহাদেশে খেলার সময় ভারত বা অন্যান্য উপমহাদেশীয় দলের বিপক্ষে অন্যান্য সফরকারী দলগুলোকে দুর্বল দেখায়। কিন্তু এবার আমরা যথেষ্ট গেমপ্ল্যান ও স্কিল নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং এগুলোই আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে।”
আরও পড়ুন : শীঘ্রই ক্যারিয়ার শেষ করতে পারেন ধোনি, বড় আপডেট দিলেন রবি শাস্ত্রী
অস্ট্রেলিয়ার ভারত সফরের দলে আছেন মার্নুস লাবুশান। যিনি এই মুহূর্তে টেস্ট ক্রমতালিকায় বিরাট কোহলি ও স্টিভ স্মিথ এর পরেই তৃতীয় স্থানে রয়েছেন। একদিনের ক্রিকেটে ভারতে অভিষেক করতে চলেছেন তিনি। ফিঞ্চ বলেছেন, “টেস্ট আর ওয়ানডে এক নয়, সেটা আমরা জানি এবং দুটি ক্ষেত্রে পরিস্থিতিও আলাদা তবুও আশা করি ও ভালো খেলবে। অ্যাশেজর শুরুতে পরিবর্ত হিসেবে ও পরে টেস্ট ক্রিকেটে দারুন প্রদর্শন করেছে লাবুশান। আশা করছি, ও যে ফর্মে আছে সেভাবেই দেখা যাবে। ঘরোয়া ম্যাচেও ৫০ ওভার ক্রিকেটে দারুন ব্যাট করেছে। তাই ভারতের বিপক্ষেও অবশ্যই ভাল খেলাবে। এছাড়াও ও স্পিন ভাল খেলে এটাও একটা ধনাত্মক ব্যাপার আমাদের কাছে”।