শুক্রবার ২৪ এ পা রাখল সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি। এই উপলক্ষে সারা রাজ্য সহ সিঙ্গুরেও ঘটা করে পালিত হচ্ছে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। কিন্তু সেখানে হরিপালের বিধায়ক বেচারাম মান্নাকে দেখা গেলেও, দেখা পাওয়া যায়নি মাস্টারমশাইকে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ছিলেন না সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আর এতেই সিঙ্গুরে তৃণমূলের আরও প্রকট হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এইদিন রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranth Bhattacharjee)তার সাথে বেচারাম মান্নার সমস্যার বিষয়টিও স্বীকার করে নেন। তিনি বলেন,”বেচারামের সাথে আমার সমস্যা রয়েছে। ও কাজ করে নিজের মতো। আমি করি নিজের মতো। দুই গোষ্ঠীর মধ্যে কোনও যোগাযোগ নেই।” মাস্টারমশাইয়ের কথায়,”আমরা এখন একসাথে কাজ করতে পারছিনা তা ঠিক। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, তৃণমূলকে জেতানো।”
তবে সিঙ্গুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই বলেই জানিয়েছে বিধায়ক বেচারাম মান্না(Becharam Manna)। তার বক্তব্য,”গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি না সেটা বিধানসভা নির্বাচনে বোঝা যাবে। গোষ্ঠীদ্বন্দ্ব আসলে সংবাদমাধ্যমের করা আষাঢ়ে গল্প।” তবে অন্যদিকে তৃণমূল তথা শাসক দলে চোর, ধান্দাবাজ লোকজন রয়েছে বলে জানিয়েছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সেই বিষয়ে বেচারাম জানান,”এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। নিজের মতামত। দলের কোনও বিষয় নয়।”
তবে দলের প্রতিষ্ঠা দিবসেই অনুপস্থিত ছিলেন মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। কিন্তু কেন? এই বিষয়ের উত্তরে রবীন্দ্রনাথ বলেন,”আমাকে কেউ আমন্ত্রণ জানায়নি। আমি এই অনুষ্ঠানে যাইনি। তবে আমি পালন করেছি জনসাধারণের সাথে মিশে প্রতিষ্ঠা দিবস।” অন্যদিকে বেচারাম দাবি করেছেন যে রবীন্দ্রনাথবাবুকে আমন্ত্রণ করা হয়েছিল। তিনি বলেন,”আমাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল রবীন্দ্রনাথবাবুকেও জানানো হয়েছিল। তবে এই নিয়ে বিতর্ক করা উচিৎ নয়।”