টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-১২ এর লড়াই এখন জমজমাট। এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী সময় ভারতীয় দলের করণীয় প্রস্তুত করে ফেলেছে বিসিসিআই। ইতিমধ্যে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ সফর শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে সম সংখ্যক ওয়ানডে এবং জোড়া টেস্ট ম্যাচ খেলবে রোহিত শর্মারা। ইতিমধ্যে আসন্ন চারটি সিরিজ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন রবীন্দ্র জাদেজা। আপনাদের জানিয়ে রাখি, ২০২২ এশিয়া কাপের পূর্বে ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। পায়ে চোটের কারণে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে পাঠানো হয়েছিল তাকে। তবে চোট গুরুতর হওয়ায় অস্ত্রপাচার করা হয় তার পায়। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সুযোগ্য ডাক্তারদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে জাতীয় দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। বর্তমানে রবীন্দ্র জাদেজা এবং জসপ্রিত বুমরাহকে ছাড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে টিম ইন্ডিয়া। এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান দল নির্বাচক চেতন শর্মা জসপ্রীত বুমরাহকে নিয়ে বড় আপডেট দিয়েছেন। জানিয়েছেন কবে তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করতে চলেছেন।
জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়া ভারতীয় দলের সফর নিতান্তই কঠিন। তবে তার প্রতিভাকে আমরা কোনভাবেই নষ্ট করতে পারিনা। এমনকি তাকে নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাইনা। তাড়াতাড়ি দলে অন্তর্ভুক্ত করনের ফল আমরা ইতিমধ্যে পেয়েছি। তাই সেই ভুল দ্বিতীয়বারের জন্য কখনোই করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ক্ষণিকের প্রত্যাবর্তনের চেয়ে কিছুটা বেশি সময় দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তবেই জাতীয় দলে প্রত্যাবর্তন করানো হবে। তবে সেটি যতটা সম্ভব দ্রুত হবে বলে জানিয়েছেন চেতন শর্মা।