আসন্ন বাংলা বিধানসভা নির্বাচনের আগে গোটা বঙ্গ রাজনীতি শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে দ্বিধায় আছে। অনেকেই মনে করেছিলেন আজ অর্থাৎ রোববার সাংবাদিক বৈঠক করে শুভেন্দু নিজের অবস্থান স্পষ্ট করবেন। কিন্তু সেই জল্পনা বাস্তবায়িত হলো না। বরং জল্পনার অবসান ঘটালেন শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা কনিষ্ক পান্ডা। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুভেন্দু অধিকারী কখনোই নিজে মুখে বলে নিজে তিনি রোববার কোনো সাংবাদিক বৈঠক করবেন। শুভেন্দু কিছু বললে আগে থাকতেই জানিয়ে দেওয়া হবে।
এদিন তৃণমূল সাংসদ কনিষ্ক পান্ডা ঝাঁঝালো আক্রমণ করে বলেন, শুভেন্দু অধিকারী কখনো নিজে মুখে বলেননি তিনি রোববার সাংবাদিক বৈঠক করে সবকিছু স্পষ্ট করবেন। পুরো ব্যাপারটাই তৃণমূলের তরফে রটিয়ে দেয়া হয়েছে। তার দাবি, শুভেন্দু যখন মুখ খুলবেন তখন আগেভাগে সবকিছু জানিয়ে দেবেন। তা নিয়ে তিনি কোন লুকোছাপা করবেন না তৃণমূলের মত। এছাড়াও তিনি বলেন, “শুভেন্দু অধিকারী মেরুদণ্ডটা বাকা নয়। মাথা উঁচু করে চলতে শিখেছেন তিনি।”
এছাড়াও তিনি শাসকদলের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, “অবস্থান স্পষ্ট করার মতো শুভেন্দু অধিকারী কিছু করেনি। যেখানেই যায় সেখানেই তিনি তার অবস্থান স্পষ্ট করেই এসেছেন। আসল ব্যাপারটা হচ্ছে তাড়ালে চলে যাব আবার কি। শুভেন্দু অধিকারী কোন পদের লোভী নয়।” এছাড়াও তিনি বলেছেন, “শুভেন্দু ইস্যু পুরো ব্যাপারটাই বাজারে রটানো হয়েছে। আমরা আর কিছুর জন্য অপেক্ষা করছি না। যা হয়েছে তাতেই আমাদের কাছে সবকিছু ক্লিয়ার। তুমি তারাওনি, আমি যায়নি।” এরপর আগামীকাল অর্থাৎ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরে বৈঠক করবেন। তখন শুভেন্দুকে নিয়ে তিনি কি বলেন, সেটাই দেখার।