আগামী ২৪ ঘন্টার মধ্যে আন্দামান সাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এরপর ওই নিম্নচাপ ধীরে ধীরে নিজের শক্তি বৃদ্ধি করবে। শেষে গতিপথ বদলে তা আস্তে আস্তে মায়ানমার উপকূল ও বাংলাদেশের দিকে এগিয়ে যাবে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে। তবে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকেই।
হাওড়া, হুগলি ও কলকাতায় বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৩০ থেকে ৪০ কিমি বেগে বাতাস বইতে পারে। এর ফলে হুগলি জেলার চাষীদের ঘূর্ণিঝড়ের সম্ভাবনার জেরে আগাম ধান কাটার নির্দেশ দেওয়া হয়েছে। সমুদ্র উপকূলের মৎস্য জীবিদের সতর্ক করা হয়েছে। এদিন শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চাইতে ১ ডিগ্রি কম।
তবে এদিন কলকাতায় সকালের আবহাওয়া দেখে অনুমান করা যায়নি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দেবে। সকালে ক্রমেই বাড়ছিল তাপমাত্রার প্রভাব। হাওয়া অফিসের পূর্বাভাস মতো আস্তে আস্তে বদলাতে শুরু করে আবহাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপ ক্রমেই নিজের শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিনত হতে পারে। তার ফলে শুক্রবার বিকেল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। সিকিম লাগোয়া ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকেই চলছে বৃষ্টি।