রাজ্য জুড়ে আবারও বৃষ্টির সম্ভাবনা। তবে শুধু বৃষ্টিতেই থেকে থাকছে না আবহাওয়ার এই পরিবর্তন, সঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখীও। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গেই এবার খেল দেখাতে শুরু করেছে কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কাল থেকে রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
আজ সারাদিন আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পরিবর্তন ঘটবে আবহাওয়ার। বুধবার সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : সকাল থেকে মেঘলা আকাশ, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের এই জেলাগুলিতে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরে দুটি বিপরীতধর্মী ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কারণেই আগামী কয়েকদিন ভোগান্তিতে পড়তে হবে বঙ্গবাসীকে। সপ্তাহের শেষ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে হাওয়া ভবন।