নিউজরাজ্য

বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন, রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

Advertisement

আগামী দুদিনে রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগে থেকেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।

মূলত পশ্চিমী ঝঞ্ঝার ফলে শুষ্ক শীতল হাওয়ার সাথে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর সংঘাতের কারণে আগামী ২৪ ঘন্টায় থাকছে বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্ত এবং বাতাসের অতিরিক্ত জলীয়বাষ্পের ফলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টিপাত হবে। জলীয় বাষ্পের আধিক্যে আবহাওয়া গুমোট থাকার পাশাপাশি আকাশ থাকবে মেঘলা। ভোরের দিকে দেখা দেবে কুয়াশা। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যিনি আইএমডি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল তিনি বলেছেন দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টি হবে বৃহষ্পতিবার মাঝ রাত থেকে বা শুক্রবার, বৃষ্টি চলবে শনিবার সকাল পর্যন্ত।

আরও পড়ুন : আরও পড়ুন : আর আমদানি নয়, বিশ্ব বাজার অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ করবে ভারত : প্রধানমন্ত্রী

পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় যেমন বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমানেও হবে বৃষ্টি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস, ফেব্রুয়ারি মাসের শীতলতম দিন ছিল মঙ্গলবার। বুধবার তাপমাত্রা বেড়েছে অনেকটাই। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবারের তুলনায় ৪ ডিগ্রি বেশি। জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধির ফলে পারদ বেড়েছে, ফলে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি নেমে আসছে রাজ্যজুড়ে।

Related Articles

Back to top button