ধেয়ে আসছে ঝড়, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।আবহাওয়া দফতর জানিয়েছে ঘণ্টা তিনেকের মধ্যে ফের ঝড় বৃষ্টি হবে জলপাইগুড়ি , দার্জিলিং ও কালিম্পঙে।
গতকাল সারাদিন বৃষ্টির জেরে সকালের তাপমাত্রা বেশ কিছুটা কম ছিল কলকাতায়।সর্বোচ্চ তাপমাত্রা কাল দুপুরে ২৭ থেকে এক ঝটকায় নেমেছে ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৯ ডিগ্রি কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আজ বরফ পড়েছে এবং বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ফাঁস রুখতে নয়া সিদ্ধান্ত
আজ দার্জিলিংয়ে ৪৬.৮ মিলিমিটার, জলপাইগুড়িতে ৬২.৩ মিলিমিটার, কালিম্পঙে ৪২.০ মিলিমিটার, শিলিগুড়িতে ৪৫.০ মিলিমিটার, মালদহে ১১.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আজও ঠান্ডার রেশ ছিল শহরজুড়ে।