পশ্চিমী ঝঞ্জা বিদায় নেওয়ার পর আস্তে আস্তে নামছে পারদ, বাড়ছে শীত। এবছর শীত যেনো বাঙালিকে ছাড়ছেই না। পৌষ শেষ করে মাঘের মাঝেও শীত এখনও ভালোই উপভোগ্য।
গত মঙ্গলবার থেকে পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বৃষ্টির জেরে অনেকটাই বেড়ে গিয়েছিল তাপমাত্রা। কিন্তু মেঘ কেটে যেতেই শুরু হয়েছে শীতের কামড়। সপ্তাহের শেষে পারদ কমতে পারে ২-৩ ডিগ্রি। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ থাকতে পারে তিন থেকে চার দিন। আরও একটি পশ্চিমী ঝঞ্জার জেরে আগামী সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার পর্যন্ত থাকবে মেঘমুক্ত আকাশ, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস