আবহাওয়ার খবর : আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে শিলাবৃষ্টিও
রাজ্যজুড়ে ফের বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের সুত্র থেকে খবর কোথাও অল্প বা কোথাও মাঝারি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকেই মেঘলা রয়েছে আকাশ। এরফলে বেড়েছে তাপমাত্রাও। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস। তবে বৃষ্টি কমলে আবার জাঁকিয়ে পড়বে শীত এমনটাই শোনা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে যে বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতসহ শিলাবৃষ্টি ও হতে পারে। পশ্চিমি ঝঞ্ঝার ফলে জলীয় বাষ্প ঢুকে পড়েছে। ঠান্ডা হাওয়া এবং জলীয় বাষ্পের বৈপরীত্যে মেঘ তৈরি হওয়ার ফলে বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ ছাড়া প্রত্যেক রাজ্যের কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে টাকা
অন্যদিকে আগের বছরের শেষ দিনের তুলনায় নতুন বছরের প্রথমদিনে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। ৩১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১২.১ ডিগ্রিতে। তবে আজ থেকে বৃষ্টি শুরু হলেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।