আগামীকাল থেকে ফের বৃষ্টি, রাজ্যের এই সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর
বিগত বছরের বেশিরভাগ সময়েই বৃষ্টির দ্বারা নাজেহাল হয়েছে মানুষ। নতুন বছরেও সেই একই ছবি।শীত কাটতে না কাটতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ, ফলে ফেব্রুয়ারী মাসের শেষেও বৃষ্টির সম্মুখীন হয়েছে মানুষ। এবার বসন্তের শুরুতেও তা অব্যাহত থাকবে বলেই আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল বৃহস্পতিবার বা শুক্রবার থেকে আবহাওয়ায় উন্নতি দেখা যাবে, আদতে তা হয়েও ছিল তবে ফের আবার বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
আগামী সপ্তাহের শুরুর থেকেই গোটা দক্ষিণবঙ্গ সহ অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।কলকাতা সহ দুই ২৪ পরগনা, হুগলি, নদীয়া, বর্ধমান, মুর্শিদাবাদেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
আরও পড়ুন : কলকাতায় পা রাখতেই ‘গো ব্যাক অমিত শাহ’ স্লোগান বাম-কংগ্রেস কর্মীদের
কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কমই থাকবে। সর্বনিম্ন উষ্ণতা হতে পারে ১৭ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এছাড়াও উত্তুরে হাওয়ার কারণে পরিবেশ অপেক্ষাকৃত ঠান্ডা থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।