কয়েকদিনে তাপমাত্রার পারদ বৃদ্ধি পেয়েছে, গরমের তীব্রতায় অস্বস্তি বাড়ছে ক্রমশ, পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর,বৃষ্টি হতে পারে কলকাতাতেও। পশ্চিমবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে, কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বইবে হাওয়া, হাওয়ার বেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত ও উচ্চচাপ বলয় এর কারনে প্রচুর জলীয়বাষ্প ঢোকার ফলে শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সাত জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জেলায় বর্তমানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি ছুঁয়েছে। কলকাতার পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমী ঝঞ্জার কারনে ঘূর্নাবর্ত সৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এ হতে পারে বৃষ্টি।
কয়েকটি স্থানে আবার তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে, ওড়িশা এবং কেরলেও তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি। বুধবার কলকাতায় আকাশ ছিল মেঘলা।
আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন , বৃষ্টি হবে উত্তর পশ্চিমের শীতল হাওয়া ও পূবালি হওয়ার সংঘাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূলের জেলাতে, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলে তা খুব সামান্য।
তবে দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা সামান্য বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা জানানো হয়েছে।