Today Trending Newsকলকাতানিউজ
আগামী ৪৮ ঘন্টা কেমন থাকবে আকাশ, কি জানাল আলিপুর আবহাওয়া দফতর
Advertisement
আজ সকাল থেকেই আকাশের মুখভার। কিছু কিছু জায়গাতে সকাল থেকেই বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে আজ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আর দক্ষিনবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে দফতর জানিয়েছে। কোন কোন জায়গাতে শিলাবৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার কিছু জায়গাতে অল্প বৃষ্টি হতে পারে।
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে ভারী বৃষ্টি হতে পারে। উড়িষ্যাতে ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বলে দফতর জানিয়েছে।