এবার রংয়ের উৎসব কাটবে নির্ঝঞ্ঝাটেই, আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস অনুযায়ী রবিবার সকাল থেকেই কমেছে বৃষ্টির দাপট। মেঘমুক্ত রয়েছে আকাশ। যার ফলে এবার রং, হোলির উৎসব রোদ ঝলমলে আবহাওয়াতেই কাটবে। গত মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সহ কিছু জেলায় ধাপে ধাপে বৃষ্টি হয়েই চলেছে। যার কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি হয়েছে। সঙ্গে দোসর বঙ্গোপসাগরের মধ্যভাগে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৩ শতাংশ। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে। বরং দোল এবং হোলি উৎসবের আগে রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। রংয়ের উৎসব ভালোভাবেই উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : অসময় বর্ষায় চাষীদের মাথায় হাত, আকাশ ছোঁয়া হতে পারে আলুর দাম
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ধাপে ধাপে বজ্র-বিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। যার কারনে আশংকা ছিল রংয়ের উৎসব মাটি হওয়ার। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, রবিবার আর বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আকাশ পরিস্কার থাকবে এবল রংয়ের উৎসব নির্ঝঞ্ঝাটেই উপভোগ করতে পারবে সাধারণ মানুষ।