অনেকদিন ধরেই শীত বিদায় নেবে ভাবলেও শীত আবার ফিরে আসছে। তবে অনুমান করা হচ্ছে বিদায় নেওয়ার আগে ছক্কা হাকিয়ে ইনিংস শেষ করতে চলেছে শীত। রবিবার আকাশ পরিষ্কারই ছিল, শুক্র ও শনিবারের কিছু কিছু স্থানে বৃষ্টি হওয়ায় হালকা মেঘলা ছিল আকাশ, রবিবার তা একেবারে পরিষ্কাড় হয়ে উত্তুরে হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা আরও বেড়ে যায় । তবে উত্তুরে হাওয়া থাকলেও সূর্যের প্রখর তাপে তা অতটা অনুমান করা যায়নি।
সোমবার তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে স্বাভাবিকের তুলনায়। স্বভাবতই এই সময় কলকাতার তাপমাত্রা ১৮ ডিগ্রি থাকলেও সোমবার তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। কয়েকদিন আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল শীত বিদায় বেলায় রাজ্যজুড়ে কাঁপুনি দিয়ে যাবে। তবে কলকাতার তুলনায় শীতের তীব্রতা আরও বেশি রাঢ়বঙ্গে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা১০ ডিগ্রির নীচে।
খড়্গপুরে সবচেয়ে কম ৯.৬ ডিগ্রি। পানাগড়ে ৯.৭ ডিগ্রি, বর্ধমানে ১০ ডিগ্রি। আগামী কয়েক দিনে শীত আরও কমবে তবে সপ্তাহের শেষের দিক থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। কলকাতায় যেখানে তাপমাত্রা ১২ ডিগ্রতেও যেতে পারে পশ্চিমাঞ্চলে সেখানে তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতেও যেতে পারে। তবে শীত অবশেষে বিদায় যে নিচ্ছে তা বলা যেতেই পারে। এবছর শীত দেড়িতে আসলেও তার স্থায়িত্ব অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি।আর ফেব্রুয়ারি মাসের সব শীতের রেকর্ড ভেঙ্গে দিয়েছে ২০২০ র ফেব্রুয়ারি। তবে আর খুব বেশি দিন না, শীঘ্রই বিদায় নিচ্ছে শীত, যাওয়ার আগে আরও একবার শীতের শেষবেলা উপভোগ করতে পারবে রাজ্যবাসী।