তাপমাত্রা উর্দ্ধমুখী হওয়ায় শীত বিদায় নিয়ে বসন্তের আগমন ঘটছে এমনটাই আন্দাজ করা হচ্ছে। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ কমলেও গতকাল থেকে তাপমাত্রা বাড়তে থাকে কলকাতায়। তবে কলকাতা শীতের প্রভাব কমলেও পশ্চিমাঞ্চলে শীত অব্যাহত। গত তিন দিন তাপমাত্রার পারদ ছিল ১৩-এর ঘরে। যা বৃহস্পতিবার কিছুটা বৃদ্ধি পাওয়ায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৩ ডিগ্রি।
পশ্চিমাঞ্চলে শীতের দাপট কমেনি এখনো। পানাগড়ের তাপমাত্রা ছিল এদিন ১০.৩ ডিগ্রি, শ্রীনিকেতনেও তাপমাত্রা এ-র কাছাকাছি। ১০-১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম আর পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চলে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবার থেকে। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০-এর ঘরে, আর সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে বলে অনুমান করা হচ্ছে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বর্তমানে কম থাকবে আরও কিছুদিন। তবে কলকাতা থেকে বিদায়ের মুখে শীত।
আরও পড়ুন : আজ চালু হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো, উদ্বোধন করবেন রেলমন্ত্রী
তবে উত্তরবঙ্গে কনকনে শীত এখনো অব্যাহত। বৃহস্পতিবার শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৭.৪ ডিগ্রি। ৮-৯ ডিগ্রি তাপমাত্রা কোচবিহার আর জলপাইগুড়িতে। দার্জিলিং এদিন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি আর কালিম্পংয়ের এ দিন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি। ফেব্রুয়ারী মাসে শীতের এমন দাপট রেকর্ড সৃষ্টি করেছে এবছর। বহুদিন ধরেই অনুমান করা হচ্ছে শীত বিদায় নেবে কিন্তু তা আর হচ্ছে না। যদিও আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল শীত আর খুব বেশিদিন নেই, বিদায়ের আগে একদিনেই মরশুমের শেষ শীতের প্রভাব দেখা যাবে, সপ্তাহ শেষেই বাড়বে তাপমাত্রার পারদ।