কলকাতানিউজ

জেলায় জেলায় ঝড়বৃষ্টি, এই মুহূর্তের জন্য বড়সড় খবর দিল আবহাওয়া দপ্তর

Advertisement

স্টাফ রিপোর্টার: বাংলা নতুন বছরের শুরুতেই বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। জানা গেছে আজ থেকেই প্রবল ঝোড়ো হাওয়া সাথে বৃষ্টি হবে রাজ্যজুড়ে। এছাড়া এর পরিমাণ বাড়তে পারে বুধবার পর্যন্ত।

আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দেখা যায় মেঘলা আকাশ, সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার তৈরি হয়েছে অস্বস্তিকর পরিবেশের। বেলা যত বিকেল ও সন্ধ্যার দিকে এগোবে তত ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুধু তাই নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, যেমন – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জানা গেছে বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়া নিম্নচাপ অক্ষরেখা রয়েছে সিকিম অসংলগ্ন উত্তরবঙ্গ থেকে কোস্টাল ওড়িশা পর্যন্ত যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এই দুইয়ের মিলিত প্রভাবেই আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উত্তর ও দক্ষিণ বঙ্গে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেড়ে হয় ২৭.১ ডিগ্রি এছাড়া সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হয় ৫৩ থেকে ৯৪ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির খবর পাওয়া যায়নি।

Related Articles

Back to top button