করোনা আতঙ্কের মধ্যে বড়সড় খবর দিল আবহাওয়া দফতর

করোনা আতঙ্কে শহরের রাস্তা প্রায় ফাঁকা, নেই যানজট। চারিদিকে ছড়িয়ে করোনা আতঙ্ক। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানাল আগামী ৪৮ ঘণ্টা পশ্চিমী ঠান্ডা হাওয়া বজায় থাকবে।

রাতের দিকে হালকা ঠান্ডার আমেজ চলবে আরও কয়েকদিন। তবে সকালে রোদের তাপ থাকলেও বাড়বে না তাপমাত্রা। গরম পড়ার সম্ভাবনা নেই আপাতত এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আকাশ মেঘলা থাকবে আগামী কয়েকদিন। বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমের জেলা গুলিতে।