Today Trending Newsনিউজরাজ্য

আগামীকাল থেকে বৃষ্টি রাজ্যের এই সব জেলাগুলিতে, জানাল আবহাওয়া দফতর

Advertisement

অবশেষে অনেক দিন থাকার পর বিদায় নিল শীত। তবে শীতের হালকা আমেজ এখনো আছে। সকালের দিকে হাল্কা ঠান্ডা এখনো বর্তমান। আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও বুধবার সকালে হাল্কা মেঘ এবং কুয়াশার যুগলবন্দী লক্ষ্য করা যায়।  মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি।বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৫-৯৫ শতাংশ।

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও নেই তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামিকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং সিকিমেও।

আরও পড়ুন : ভারতীয় রেলে তৎকাল টিকিট নিয়ে বড়সড় ঘোষণা

তবে কলকাতায় ঠান্ডা না থাকলেও জেলাগুলিতে যে এখনো বেশ কিছুদিন ঠান্ডার আমেজ থাকবে তেমনটাই জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রার তুলনায় জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি কম থাকবে বলে জানানো হয়েছে। তবে বেশি দিন নয়, জেলাগুলিতেও খুব শীঘ্রই শীত বিদায় নিয়ে গরম এর তীব্রতা বাড়বে। তবে আগামী ৩ দিনে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই।

Related Articles

Back to top button