সংক্রান্তি থেকে পারদ বাড়তে থাকলেও আবার শীত দেখা দিচ্ছে রাজ্যে। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল রাজ্যে আবার শীত ফিরবে। মঙ্গলবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি, অর্থাৎ গতকালের তুলনায় চার ডিগ্রি নেমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা কমই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৭ ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি কম।
গত সপ্তাহের শেষে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল যার কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বাতাসে প্রবেশ করতে পারছিল না উত্তুরে হাওয়া। যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছিল। উত্তুরে হাওয়ার আবার ফিরে আসায় তাপমাত্রা কমতে থাকে সোমবার থেকেই। বুধবার শহরের জলীয়বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৬ শতাংশের মধ্যে থাকবে। মঙ্গলবার বাঁকুড়ায় ১১.৫ ডিগ্রি তাপমাত্রা ছিল। বর্ধমানের তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি। ব্যারাকপুরের তাপমাত্রা ছিল ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি,আবার দীঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন : সাইবার জটে অনিশ্চিত বর্ধিত বেতন, ক্ষোভ শিক্ষক মহলে
আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশায় প্রভাব থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে জম্মু-কাশ্মীরে তুষারপাতের ও সম্ভাবনা থাকবে। শীত আবার ফিরে আসায় আরো একবার জমিয়ে শীত উপভোগ করতে পারছে শহরবাসী।