নিউজরাজ্য

বজ্র-বিদ্যুৎ, ঝোড়ো হাওয়া সহ বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়

Advertisement

আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগেই জানানো হয়েছিলো পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। সেই ছবিই দেখা গেল সোমবার সন্ধ্যে থেকে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎসহ ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছিলো আবহাওয়া দপ্তর।

পশ্চিমী ঝঞ্ঝা এবং পুবালি হাওয়ার সংঘাতের জেরেই এই বৃষ্টি হবে বলে জানা গেছিলো। শুধু তাই নয় বিহার ও ওড়িশা উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং উত্তরের পার্বত্য অঞ্চলে প্রবেশকারী পশ্চিমী ঝঞ্ঝা বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে আজ এবং মঙ্গলবার পাঞ্জাব হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লী, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, কেরালা এবং কর্ণাটকে আগামী ৭২ ঘন্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে গত দুদিন এরূপ আবহাওয়া থাকলেও আগামীকাল থেকে এ রাজ্যের আবহাওয়ার উন্নতি হবে বলে জানা গেছে হাওয়া মহলের তরফ থেকে। সোমবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ২১.৬ ডিগ্রি ও ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩৯ শতাংশ।

Related Articles

Back to top button