কলকাতানিউজ

বড়সড় খবর, রাজ্যে করোনা আতঙ্কের মাঝে কী জানাল হাওয়া অফিস?

Advertisement

করোনা আতঙ্কে ভয়াবহ পরিস্থিতি বিশ্বজুড়ে, লকডাউনে স্তব্ধ গোটা দেশ। রাজ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া নিষেধ, অপরদিকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৫ থেকে ৯৭ শতাংশ। শনিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় রাজ্যে কোথাও বৃষ্টি হয়নি, আগামী ২৪ ঘন্টাতেও রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে, তবে ঝড়-বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার।তবে আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং-এ। তাছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। দক্ষিণবঙ্গের কয়েকটি স্থানে হালকা বৃষ্টি হতে পারে তবে তার সম্ভাবনা খুবই কম।

দিনের পাশাপাশি বাড়বে রাতের তাপমাত্রাও। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবার নতুন এক পশ্চিমী ঝঞ্ঝার কারনে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

সম্ভাবনা কম থাকলেও উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং মধ্য ভারতের বেশ কিছু স্থানে শনিবার হতে পারে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। রবিবার মহারাষ্ট্র এবং অরুনাচলে হালকা থেকা মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকছে।

Related Articles

Back to top button