Weather Update: দুপুরেই নামল সন্ধ্যার অন্ধকার, বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এই জেলাগুলিতে

কয়েক দিনের গুমোট গরমের অস্বস্তি কাটিয়ে স্বস্তি দিতে বড় সুখবর দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Weather)। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের কথা জানানো হয় হাওয়া অফিসের তরফে। পূর্বাভাস সত্যি করে দুপুরের মধ্যেই বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। ইতিমধ্যেই কলকাতার কিছু কিছু এলাকায় দুপুরেই নেমে এসেছে অন্ধকার। মধ্য কলকাতা সহ একাধিক অংশে বৃষ্টিও শুরু হয়েছে। সঙ্গে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে খবর ছিল, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি তো জারি তো থাকবেই, পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ জুড়ে দুই বঙ্গেই বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ২২ তারিখ একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে যা পরে উত্তর পূর্ব দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।

১৯ মে রবিবার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করবে বলে অনুমান হাওয়া অফিসের। সাধারণত আবহাওয়া দফতর ২৫ বছরের গড় করে একটি দিন ঠিক করে মৌসুমী বায়ু প্রবেশ করার। এই হিসেব মতো আন্দামানে নিকোবরে মৌসুমী বায়ু প্রবেশের দিন নির্ধারিত হয়েছে ২২ মে। ভারতের মূল ভূখন্ড অর্থাৎ কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করার দিন ১ জুন। আর সারা ভারতে মৌসুমী বায়ু পৌঁছানোর কথা রয়েছে ৮ জুলাইয়ের মধ্যেই।