কলকাতা: বর্ষা বিদায় নিতেই হেমন্তের হিমেল হাওয়া ভোরের দিকে শীতের পরশ দিচ্ছিল রাজ্যবাসীকে। এমনকি এ বছর জাঁকিয়ে শীত পড়তে চলেছে, এমনটাই আগাম পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দিনে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। থাকবে রোদ ঝলমলে ফুরফুরে আকাশ। এমনটাই জানানো হয়েছিল হাওয়া অফিসের পক্ষ থেকে। যদিও বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, তবুও সেই নিম্নচাপের প্রভাব এ রাজ্যে খুব একটা পড়বে না বলেই দাবি করেছিলেন আবহাওয়াবিদরা। কিন্তু সেই দাবিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে আজ, শনিবার এবং আগামীকাল, রবিবার সপ্তাহান্তে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে গোটা রাজ্য জুড়ে।
এমনকি এই বৃষ্টির জেরে বাড়তে পারে তাপমাত্রা ও হেমন্তের দুপুরে হিমেল হাওয়া রাজ্যবাসী উপভোগ করছিল, তাতে ব্যাঘাত ঘটবে বলেই মনে করা হচ্ছে। এমনকি যে শীতের পরশ পাওয়া যাচ্ছিল, সেটা আগামী দু’দিন পাওয়া যাবে না, উল্টে অস্বস্তি বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। তবে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই আবহাওয়া দফতর সূত্রে খবর।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরের মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। ফলে রাজ্যের বিভিন্ন জেলায় অস্বস্তি কিছুটা বাড়বে যার ফলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। তবে বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে রাজ্য জুড়ে এই দু’দিন আকাশ মেঘলা থাকবে বলেই খবর পাওয়া গিয়েছে।