কলকাতা: একেই বোধ হয় বলে প্রকৃতির খেলা। প্রকৃতির নিয়ম কারোর বাধা মানে না। সে চলে নিজের ছন্দে, নিজের তালে। আর তাই হঠাৎ ঊর্ধ্বমুখী হওয়া তাপমাত্রা ৪৮ ঘন্টায় ৭ ডিগ্রি নেমে গেল কলকাতায়। ফলে আপাতত বেশ শীত অনুভব করছে রাজ্যবাসী। বর্ষা বিদায়ের পর থেকে হেমন্তের হিমেল হাওয়ার সঙ্গে ভোরের দিকে শীতের আমেজ উপভোগ করছিল কলকাতা সহ বিভিন্ন জেলা। কিন্তু হঠাৎ তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে ঘোরাফেরা করতে শুরু করে ধীরে ধীরে। আকাশ মেঘলা হয় এবং বৃষ্টিপাত ঘটে। বৃষ্টির নিরিখেই আচমকা ৭ ডিগ্রি তাপমাত্রা কমে গেল কলকাতায়। তবে এতে অবশ্য শীতের আগমনের পথ অনেকটাই প্রশস্ত হল। তবে মাঝে কিছু বাধা রয়েছে। একদিনে ৪ ডিগ্রি নেমে কলকাতার তাপমাত্রা রবিবার ছিল ১৫.৫ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় শীতের এই আমেজ বজায় থাকবে রাজ্যে। এমনকি কোথাও কোথাও জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে।
কলকাতায় আজ, সোমবার মেঘমুক্ত আকাশ থাকবে বলেই আবহাওয়া দফতরের খবর। সকালের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ৯৪ শতাংশ।
শুক্রবার ভারী বৃষ্টি হলেও গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি। জেলায় জেলায় তাপমাত্রা আরও বেশ কিছুটা নামবে বলে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে। তবে এই আমেজ দীর্ঘস্থায়ী নয়। শুক্রবার থেকে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।
কারণ, আজ থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। যার ফলে বুধবার নাগাদ জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি আরবসাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় অবস্থান করছে। এর ফলে রাজ্যের শীতের আমেজে কিছুটা ব্যাঘাত ঘটবে বলেই মনে করা হচ্ছে।