কলকাতানিউজরাজ্য

পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধা, রাজ্যে শীত ঢুকতে এখনো দেরি

Advertisement

কলকাতা: বর্ষা বিদায়ের পরে হেমন্তের শুরুর দিকে কনকনে শীতের হাওয়া জানান দিচ্ছিল যে, এ বছর হয়তো অনেক আগেই রাজ্যে শীত পড়বে। কিন্তু যত সময় এগিয়েছে, ততই শীত বাবাজি আসি আসি করেও যেন আসছে না। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল যে, এই সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। বরং গতকালের তুলনায় আজ, শুক্রবার কলকাতায় বেড়েছে  সর্বনিম্ন তাপমাত্রা। যদিও আকাশ রয়েছে মেঘমুক্ত, তবুও তাপমাত্রা বাড়ছে। গতকাল, বৃহস্পতিবার ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস ছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, আজ, শুক্রবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা সেভাবে নামার সম্ভাবনা নেই শহরে। তবে রাতে ও সকালে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই শীতের আমেজ কমবে। তবে কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য জেলায় তাপমাত্রা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত আটকে পড়েছে, তবুও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়।

তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি রয়েছে তুষারপাতের সম্ভাবনাও। জানা গিয়েছে, সিকিম সংলগ্ন এলাকাতে তুষারপাত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বুরেভি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ তামিলনাড়ু উপকূলে প্রবেশ করার কথা এই গভীর নিম্নচাপের। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে এই গভীর নিম্নচাপ কবে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণ তামিলনাডু ও দক্ষিণ কেরলের বেশকিছু জেলাতে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যার ফলে ইতিমধ্যেই সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি তৎপরতার সঙ্গে প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

Related Articles

Back to top button