কলকাতা: পৌষের শুরুতেই একেবারে হাড়হিম ঠান্ডার আমেজ বাংলায়। একধাক্কায় অনেকটা পারদ নামল কলকাতায়। মরসুমের শীতলতম দিনে কনকনে ঠান্ডা মালুম হচ্ছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় শীতের কামড়।
রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলার সর্বনিম্ন তাপমাত্রার দিকে চোখ রাখলে দেখা যায়, দমদমে ১০.৮, সল্টলেকে ১০.১, পানাগড় ৫.০, পুরুলিয়া ৭.০, শ্রীনিকেতন/দুর্গাপুর ৭.৬ ও ব্যারাকপুরের তাপমাত্রা ৭.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
সাধারণত মাঝ ডিসেম্বরের আগে শীত থিতু হয় না কলকাতায়। তবে শুরুতে বিক্ষিপ্ত ভাবে দু’-একদিন তাপমাত্রার উল্লেখযোগ্য পতন দেখতে পাওয়া যায়। এ বার তেমন দেখা যায়নি। কারণ একের পর এক বাধা। নভেম্বরে দুই সাগরে ঘূর্ণিঝড় উত্তুরে বাতাসে আনাগোনা রুখে দিয়েছিল। ডিসেম্বরের শুরু থেকে এই সেদিন পর্যন্তও বাধার পাঁচিল তুলে দাঁড়িয়েছিল পরের পর পশ্চিমি ঝঞ্ঝা। আপাতত আর শক্তিশালী ঝঞ্ঝা নেই। সেই সুযোগে হিমালয়ের তুষারছোঁয়া বাতাস নেমে আসছে সমতলে। একটানা ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। গত ক’দিন ধরেই দিল্লির তাপমাত্রা চার ডিগ্রির আশপাশে রয়েছে। ঘরের কাছে বিহারের গয়ায় পারদ নেমেছে ৩.৬ ডিগ্রিতে, ডালটনগঞ্জে ৬.৩ ডিগ্রিতে।
ঠান্ডা কত দিন থাকবে? আবহবিদদের আশ্বাস, আপাতত দিন তিনেক ঠান্ডা আরও বাড়তে পারে। বড়দিনের সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে ১৪ ডিগ্রির আশপাশেই থাকার জোর সম্ভাবনা।