আজ মঙ্গলবার পুরনো ধারা বজায় রেখেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। অতিরিক্ত জলীয় বাষ্প এবং তাপমাত্রা বেশি হওয়ার জন্য আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হতে পারে। তবে কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার এই শহরতলীতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত কম। তবে বেলা গড়ালে বজ্রবিদ্যুৎ সহ অত্যন্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। তবে বৃষ্টি না হওয়ার কারণে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পাবে।
আজ কলকাতার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় শহরে বৃষ্টি হয়নি। তবে হাওয়া অফিস জানিয়েছে যে দক্ষিণবঙ্গে কাল থেকে ফের বৃষ্টি বাড়তে পারে। তবে এই মুহূর্তে ভারী বা একটানা বৃষ্টি হওয়ার তেমন কোন সম্ভাবনা নেই। আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী চার দিন ভারী বৃষ্টির জন্য বেশ কিছু এলাকাতে সতর্কতাও জারি করা হয়েছে। টানা বৃষ্টির ফলে তাপমাত্রা এক ধাক্কায় ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। আজ মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কালিংপং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। অপেক্ষাকৃত কম বৃষ্টি হবে দার্জিলিং এবং কোচবিহার জেলায়। আসলে বর্তমানে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়ে একেবারে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেই সঙ্গে রয়েছে পূর্ব ঝাড়খন্ড এবং সংলগ্ন এলাকার ঘূর্ণাবর্ত। এর প্রভাবেই পশ্চিমবঙ্গের উত্তরাংশে টানা বৃষ্টি হচ্ছে।