সারা সপ্তাহ ধরে এই সোমবারের জন্যই দিন গুনছিল রাজ্যবাসী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকেই বদলাবে আবহাওয়া Weather Forecast। বহু প্রতীক্ষিত ঝড় বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ। আর এদিন থেকেই রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। আর মাত্র ঘন্টা দুয়েকের অপেক্ষা। তারপরেই ঝেঁপে ঝড়বৃষ্টি আসতে চলেছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার পূর্বাভাস রয়েছে। শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের ৮ জেলাতেও সোমবার কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৬০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
বুধবার সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের ৮ জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী অঞ্চলেও জারি করা হয়েছে সতর্কবার্তা। উপকূ এবং সমুদ্রের মাঝে ৪৫-৫৫ কিমি বেগে দমকা হাওয়া থাকবে। সেই সঙ্গে দিঘা এবং বকখালি সমুদ্রে জোয়ারের সময় জলোচ্ছ্বাস হতে পারে বলে দাবি হাওয়া অঠিবজ্ব। সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, োমবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিন আট জেলায় প্রবল ঝড়বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। রয়েছে কালবৈশাখীর পূর্বাভাস। মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে হাওয়া অফিসের তরফে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির ফলে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমবে বলেই আশাবাদী আবহাওয়া দফতর।