কলকাতানিউজরাজ্য

অপেক্ষার অবসান! আজ থেকেই জাঁকিয়ে পড়তে চলেছে শীত

Advertisement

কলকাতা: হেমন্তের হিমেল হাওয়ার পাশাপাশি প্রথম দিকে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। কিন্তু যত সময় পেরিয়েছে তত শীত বাবাজি আসি আসি করেও আসেনি। তারপর ঘন কুয়াশার দাপট কার্যত উত্তরে হাওয়াকে বাধাপ্রাপ্ত করেছে। বর্তমানে কুয়াশা অনেকটা কেটে গেলেও এখনও সম্পূর্ণ কুয়াশার থেকে মুক্তি মেলেনি। রোদের দেখা মিলেছে বটে, কিন্তু উত্তরে হাওয়ার দাপট এখনও নেই। জাঁকিয়ে শীত এখনও অধরা রাজ্যে। তবে বড়দিনের আগে রাজ্যবাসীর জন্য রয়েছে সুখবর। আজ, শুক্রবার থেকেই জাঁকিয়ে রাজ্যে পড়তে চলেছে শীত। হবে অপেক্ষার অবসান।

হাওয়া অফিস সূত্রে খবর, এক ধাক্কায় ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আজ রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। আগামিকাল, শনিবার থেকে শীতের পরিস্থিতি আরও জোরালোভাবে তৈরি হবে। জানা গিয়েছে, শনি ও রবিবার কলকাতায় পারদ নামতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি। জেলায় কোথাও কোথাও ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা।  এরপর বড়দিনের প্রাক্কালে তাপমাত্রা শহরেও ১০ ডিগ্রি নামতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। সুতরাং, যে শীতের জন্য এতদিন রাজ্যবাসী অপেক্ষা করছিল, সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

কলকাতায় আজ, শুক্রবার আকাশ পরিষ্কার থাকবে। কুয়াশার দাপট বেশ কিছুটা কমলেও সকালের দিকে হালকা কুয়াশা ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে গিয়েছে। রোদের দেখা মিলেছে। ঝলমলভাব আগামী বেশ কয়েক দিনেই রোদের দাপট থাকবে, আর ততই শীত অনুভব হবে রাজ্যে।

Related Articles

Back to top button