কলকাতানিউজরাজ্য

বছর শেষে ঝোড়ো ব্যাটিং শীতের, আরও নামবে তাপমাত্রা, জানাল হাওয়া অফিস

Advertisement

কলকাতা: বছর শেষ হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। শেষ মুহূর্তের এসে একেবার ঝোড়ো ব্যাটিং করছে শীত। গতকাল কলকাতার ছিল মরসুমে সর্বনিম্ন তাপমাত্রা। বছরশেষের সঙ্গে সঙ্গেই আরও জাঁকিয়ে পড়ছে শীত। ছুটির এই সপ্তাহে শীতের আমেজ বেশ উপভোগ করছে ভ্রমণপ্রিয় বাঙালি।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। এই মরসুমে যা একেবারে সর্বনিম্ন। বেশকিছু এলাকায় তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে নেমে গিয়েছে। কোচবিহার ৮.১ ডিগ্রি, কালিম্পংয়ে ৭.৫ ডিগ্রি, পানাগড়ে ৭ ডিগ্রি, বর্ধমান ও বহরমপুরে ৯ ডিগ্রি। বলাই যাায়, জেলাতে কলকাতা থেকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরোটাই এক ছবি।  আগামী কয়েকদিন আকাশ পরিষ্কার থাকবে। এই সঙ্গে বাতাসে শুষ্ক ভাব বজায় থাকবে।  এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। বছরশেষে তাই শীতের আমেজ বঙ্গবাসীর জন্য কোনও খামতি থাকছে না। ফলে বছরশেষের মুখে পারদ নামায় খুশিতে ভ্রমণপ্রিয় বাঙালি।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা ছিল ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে। ভোরের দিকে ঠান্ডা, আর বেলা বাড়তেই সেই ঠান্ডা উধাও। কার্যত ডিসেম্বরের প্রথম দুটো সপ্তাহ ধরে এমনটাই চলছি বাংলার আবহাওয়া। কিন্তু তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে একধাক্কায় পারদ অনেকটা নিম্নমুখী হয়। তাপমাত্রা নামে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মূলত পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্ত। তার জেরে বাংলার শীত প্রবেশ বাধা হয়ে যায়। কিন্তু পরিস্থিতি কেটে যাওয়ায় শীত প্রবেশে আর কোনও বাধা আসেনি। ফলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী। তবে দেশে উত্তরের রাজ্যগুলির পরিস্থিতি জটিল হচ্ছে। সেখানে ব্যাপক হারে পারদ নামার ফলে ক্রমশ শৈত্যপ্রবাহের দাপট বাড়ছে।

Related Articles

Back to top button