কলকাতা: বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে এমন কথা সরকারিভাবে ঘোষণা করে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আর বর্ষা বিদায় নিতেই কার্যত হেমন্তের বাতাস রাজ্য জুড়ে বইতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, এর আগেই জাঁকিয়ে এ বছর রাজ্যে শীত পড়তে চলেছে, এমন পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আর সেটারই শুরুয়াত এখন থেকেই হয়ে গিয়েছে, এমনটা বলাই যায়।
রাজ্যের পশ্চিমী জেলাগুলিতে চড়চড় করে নামছে তাপমাত্রা। বইছে হেমন্তের হিমেল হাওয়া। ঝলমলে আকাশ, রোদের আনাগোনা, হেমন্তের দুপুরে শীতের আমেজ বেশ উপভোগ করছে রাজ্যবাসী। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কেটে গিয়েছে। রাত পোহালেই ধনদেবীর আরাধনায় মাতবে রাজ্যবাসী। আর এরই মধ্যে হেমন্তের নিশিতে শীতের পরশ যে লাগছে, তা বেশ উপভোগ করছে সকলে।
বুধবারের মতো বৃহস্পতিবারও সকাল থেকেই কলকাতার আকাশ রোদ ঝলমলে। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছলি ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০ শতাংশ। এদিনও সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আর শুক্রবারও তেমন খুব একটা আবহাওয়ার পরিবর্তন হবে না। ফলে আগামিকাল, শুক্রবার লক্ষ্মীপুজোতে আকাশ ঝলমলে থাকবে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে নিম্নচাপটি সৃষ্টির পর আদতে কোনদিকে যাবে, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তাই এই নিম্নচাপের অভিমুখ অন্যদিকে ঘুরে গেলে বঙ্গে দ্রুত জাঁকিয়ে কনকনে ঠাণ্ডা পড়ার পথ আরও প্রশস্ত হবে।