নিউজরাজ্য

Weather Update: রবিবারেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়া, কবে আবার পড়বে গরম, বড় আপডেট হাওয়া অফিসের

Advertisement
Advertisement

একটানা এক মাস ধরে তীব্র গরমের পর এক সপ্তাহ শান্তির বৃষ্টিতে (Weather Update) ভিজেছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাই। গত কয়েকদিন ধরে কলকাতা সহ আশেপাশের সব জেলাতেই হয়েছে কালবৈশাখী। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে কয়েক কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। টানা কয়েক দিনের বৃষ্টিতে তাপমাত্রাও কমেছে এক ধাক্কায়। সর্বোচ্চ তাপপ্রবাহের পর এই কয়েক দিনের স্বস্তিতে হাঁফ ছেড়ে বেঁচেছে মানুষ। কিন্তু এই স্বস্তি কতদিনের? জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Advertisement
Advertisement

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর এই জেলাগুলিতে ঝড় বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও রবিবার পর্যন্ত রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এই সব জেলাগুলিতে। সোমবার থেকে আবারও শুকনো আবহাওয়া থাকবে এই জেলাগুলিতে। তবে দক্ষিণবঙ্গের অন্য কিছু জেলায় সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সোমবারেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। আগামী তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানা যাচ্ছে। তবে তারপর থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিন থেকে চার ডিগ্রি পারদ চড়তে পারে বলে রয়েছে পূর্বাভাস।

Advertisement
Advertisement

তবে উত্তরবঙ্গে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Related Articles

Back to top button