দক্ষিণবঙ্গবাসীর জন্য ফের স্বস্তির খবর শোনালো আবহাওয়া দপ্তর। নতুন করে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। আর এর জেরেই বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সপ্তাহের শেষে আজকের দিনে কলকাতা শহরতলিতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতার আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। তবে বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে প্যাচপ্যাচে ভ্যাপসা গরম অনুভূত হবে। তাই সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান ৩৩ ডিগ্রি সেলসিয়াস হলেও ফিল লাইক টেম্পারেচার অনেকটাই বেশি হবে। অ্যাকুওয়েদার অনুযায়ী, ফিল লাইক টেম্পারেচার ৪০ ডিগ্রী সেলসিয়াস এর গণ্ডি স্পর্শ করতে পারে। বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে ৮১ শতাংশ। বৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা দুপুরে ৫২ শতাংশ এবং বিকেলের দিকে সেটা বৃদ্ধি পেয়ে ৭৩ শতাংশ অবধি হবে। ক্লাউড কভার থাকবে ৯৮ শতাংশ।
কলকাতার মতোই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা জারি করা হয়েছে। তবে নতুন নিম্নচাপের প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড, ছত্রিশগড় এবং মধ্যপ্রদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে এই নিম্নচাপের প্রভাবে অনেক জায়গায় বৃষ্টি হবে। প্রসঙ্গত উল্লেখ্য, দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।