Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Weather Update: লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা প্রবল, শীতের মধ্যেই কোথায় কোথায় আসবে ঝেঁপে বৃষ্টি?

Updated :  Wednesday, January 25, 2023 11:44 AM

সকালের দিকে হালকা কুয়াশা আর বেলা বাড়লেই আবার পরিষ্কার আকাশ। কলকাতায় বর্তমানে এই আবহাওয়া বিরাজ করছে বেশ কিছুদিন ধরে। দিনের বেলায় শীতের শিরশিরানী উধাও হয়ে গিয়ে বেড়ে চলেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রীর কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েদার আপডেট অনুযায়ী আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায়। রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রী উপরে থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরের দিকে থাকবে। আগামী দু’দিন একইভাবে বাড়বে দিন এবং রাতের তাপমাত্রা। তবে তারপর দু তিন দিন একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে।

তবে সামনের সপ্তাহে আরো একবার তাপমাত্রার পারদ নামবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বেশি হেরফের না হলেও সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ওয়েদার রিপোর্ট থেকে জানা যাচ্ছে উত্তরবঙ্গে আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গে শীত উধাও হবে এবং বাড়বে তাপমাত্রার পারদ। শীতের আমেজ ক্রমশ কমবে উত্তরবঙ্গে। এদিকে পশ্চিমবঙ্গে আবহাওয়া আপাতত স্থিতিশীল থাকলে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে আবহাওয়ার বিরূপ প্রভাব দেখা যাবে। দেশের আবহাওয়ার মেজাজ এখন কিছুটা হলেও বদলাতে শুরু করেছে, কারণ শৈত্য প্রবাহ, ঘন কুয়াশা এবং তুষারপাতের পর এবার বৃষ্টির সতর্কতা।

দিল্লি এনসিআর থেকে শুরু করে উত্তর প্রদেশ বিহার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। পাঞ্জাব হরিয়ানা থেকে মধ্যপ্রদেশ এবং উত্তর প্রদেশ পর্যন্ত হালকা বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ওয়েদার আপডেট অনুযায়ী এই রাজ্যগুলিতে আরো বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি শিলা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে। শীতের মৌসুমে বৃষ্টির কারণে শীতের দুর্ভোগ কিছুটা হলেও বাড়তে পারে। তবে বর্ষাকাল শেষ হলেই তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত উত্তর ভারতে বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৌসম ভবনের মতে, আগামী দু তিন দিন পশ্চিম হিমালয় অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টি চলবে। এর পাশাপাশি ২৭ জানুয়ারি রাত থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত কে প্রভাবিত করতে পারে। পশ্চিম উত্তর প্রদেশ, জম্মু হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কারণে। উত্তরপ্রদেশ এবং রাজস্থানে ২৮ জানুয়ারি পর্যন্ত বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয় ২৮ এবং ২৯ জানুয়ারি উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।