নিউজরাজ্য

Weather Update: সপ্তাহের শেষে কমবে বৃষ্টি, তবে নিম্নচাপের চোখরাঙানি ফের সোমবার থেকে

মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘা পর্যন্ত বিস্তৃত

Advertisement

পুজোর আগে বঙ্গজুড়ে চলছে বৃষ্টির ঘনঘটা। বর্তমানে বঙ্গোপসাগরের বুকে ফুঁসছে গভীর নিম্নচাপ। হাওয়া অফিসের মতে ক্রমশ এই গভীর নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটি আবার গতিপথ পরিবর্তন করে শক্তিশালী হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর ১৮-১৯ তারিখ নাগাদ এই নিম্নচাপ আবার উড়িষ্যার দিকে ধেয়ে আসবে। আপাতত মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে ঝাড়খন্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘা পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমবে। অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আজ ও কাল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে আগামী রবিবার বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরি হলে সোমবারের পর থেকেই তৈরি হতে পারে নিম্নচাপ। আর সেই নিম্নচাপ দক্ষিণবঙ্গজুড়ে পুজোর আগে বৃষ্টির চোখরাঙ্গানি অব্যাহত রাখবে।

আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে আজ শহরবাসী অতিষ্ঠ হতে পারে আপেক্ষিক আদ্রতার কারণে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রী সেলসিয়াস। গতকাল শহরে সামান্য বৃষ্টি হয়েছিল এবং জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৪ শতাংশ। এই সপ্তাহের শেষে যেহেতু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, তাই আপনার যদি পুজোর শপিং বাকি থাকে তাহলে অবশ্যই আগামী দু’দিনকে কাজে লাগান।

Related Articles

Back to top button