চলতি সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির ভ্রুকুটি নিয়ে দিন শুরু হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের। নিম্নচাপের জেরে গতকাল বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একটানা বৃষ্টি চলছিল। কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছিল আজ বুধবার এই বৃষ্টি থেকে মুক্তি মিলবে। কিন্তু এদিনও বিভিন্ন সময়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে সকাল থেকেই চলছে বৃষ্টির ঘনঘটা। হাওয়া অফিসের এই বিষয়ে মন্তব্য যে বঙ্গোপসাগরে নতুনভাবে তৈরি হচ্ছে একটি নিম্নচাপ। আর তার জেরেই বৃষ্টি ও দুর্যোগের হাত থেকে আপাতত নিষ্কৃতি পাওয়া যাচ্ছে না।
আবহাওয়া দপ্তর সূত্রে স্পষ্ট বলা হয়েছে বুধবারও দিনের বেশিরভাগ সময়জুড়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে চলবে বৃষ্টি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রী সেলসিয়াস এবং আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৮৪ শতাংশ। বেলা গড়ালেই কলকাতায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেলের দিকে বৃষ্টির চান্স ৭৫ শতাংশ পর্যন্ত রয়েছে। বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার কারণে বুধবার কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ইত্যাদি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে।
অন্যদিকে, উত্তরবঙ্গে আবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিংপং সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় পশ্চিমবঙ্গ, উপকূলীয় ওড়িশা এবং অন্ধপ্রদেশে এই নিম্নচাপের জন্য বৃষ্টি চলবে। পুজোর মুখে টানা বৃষ্টিতে এবার সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।