এক সপ্তাহ ঝড় বৃষ্টির পর বৃষ্টির পরিমাণ কমতেই আবার লাফিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ (Weather Update)। উপরন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর পরিস্থিতি বজায় রয়েছে। এ বছর বর্ষা সময়ের আগেই আসার পূর্বাভাস থাকলেও এখনো রাজ্যে বর্ষা প্রবেশ করতে খানিক দেরি রয়েছে। এর মধ্যে গরমে হাঁসফাঁস করা রাজ্যবাসীকে খানিক স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা গুলিতেও এদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত বৃষ্টি হবে মালদা এবং দুই দিনাজপুরে। তবে আগামীকাল সোমবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে।
হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি তো জারি তো থাকবেই, পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারেও উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কমবে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহ জুড়ে দুই বঙ্গেই বৃষ্টি জারি থাকবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে ২২ তারিখ একটি নিম্নচাপ বলয় তৈরি হতে চলেছে যা পরে উত্তর পূর্ব দিকে এগিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।